দীর্ঘ ১২ দিন পর খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ, চূড়ান্ত নিরাপত্তায় শুরু ফর্ম ফিলআপ

নিউজ ফ্রন্ট ডেস্ক | কসবা, কলকাতা |
২৫ জুনের গণধর্ষণের ঘটনার জেরে টানা এক সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার ফের খুলল কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ। চূড়ান্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই কলেজে ধীরে ধীরে শুরু হল প্রশাসনিক কাজ।

সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজে ঢোকার অনুমতি মিলেছে শুধুমাত্র সেসব পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের, যাঁদের সঙ্গে সচিত্র পরিচয়পত্র ছিল। কলেজ চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। স্থায়ী নিরাপত্তারক্ষীর তত্ত্বাবধানে প্রতিটি প্রবেশপথে নজরদারি চালানো হয়।

আজ শুধুমাত্র ফর্ম ফিলাপের কাজ চলবে। আগামীকাল থেকে স্নাতকোত্তর বিভাগের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে।

সহকারী অধ্যক্ষা নয়না চট্টোপাধ্যায় আজ কলেজে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। কলেজের অভ্যন্তরে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কর্মীরা।

২৫ জুন এই কলেজ চত্বরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। তার পরদিন থেকেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। ২৯ জুন কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট কলেজ খোলার নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে খবর, কলেজে প্রবেশের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিদিন দুপুর ২টার পর কলেজে কেউ থাকতে পারবেন না। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড পুরো ক্যাম্পাস ঘুরে কলেজ বন্ধ করে দেবেন।

ফর্ম ফিলাপের দিনক্ষণ বর্ষভিত্তিক ভাগ করে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের মুখেও স্বস্তি— অবশেষে বন্ধ কলেজ খুলেছে, আবার পড়াশোনার স্বাভাবিক ছন্দে ফেরার আশায় বুক বাঁধছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *