নিউজ ফ্রন্ট ডেস্ক | কালিগঞ্জ, নদিয়া |
কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন বোমাবাজির ঘটনায় মৃত্যু হয় ৯ বছরের শিশু তামান্না খাতুনের। এই হৃদয়বিদারক ঘটনার পরে সোমবার মোলান্দি গ্রামে গিয়ে নিহত তামান্নার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।
দলের নেতৃত্বে ছিলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি তামান্নার শোকার্ত মায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং শিশুকন্যার মৃত্যুতে গভীর সহানুভূতি জানান।
ঘটনাস্থল পরিদর্শনের পর অর্চনা মজুমদার সাংবাদিকদের জানান,
“এই ঘটনার আমরা পৃথকভাবে তদন্ত করব। একটি শিশু রাজনৈতিক হিংসার বলি হয়েছে — এটি অত্যন্ত দুঃখজনক। কমিশনের পক্ষ থেকে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করা হবে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাহায্যও চাওয়া হতে পারে।