ক্যান্সার আক্রান্ত দিদিকে সাফল্য উৎসর্গ আকাশের

নিউজ ফ্রন্টঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের ৩৩৬ রানের জয়। যা বিদেশের মাঠে টিম ইন্ডিয়ার সবথেকে বেশি রানের জয়। আর ভারতের জয়ের অন্যতম কারিগর বাংলার আকাশদীপ। বৃষ্টির জন্য ১০ ওভার নষ্ট হলেও হেসেখেলেই জয় পেলো টিম শুভমন।দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেল ২৭১ রানে। আকাশ ৯৯ রানের বিনিময়ে ৬ উইকেট পেলেন, ম্যাচে ১০ শিকার। এই প্রথম টেস্টে ১০ উইকেট ও ইনিংসে পাঁচ উইকেট পেলেন। আর ম্যাচের শেষে আবেগপ্রবণ আকাশ।। তার কথায়,আমি কাউকে এই কথা বলিনি। আমার দিদি গত দুই মাস ধরে ক্যান্সারে ভুগছেন। এখন স্থিতিশীল। আমার মনে হয় ওই সবচেয়ে বেশি খুশি হবেনআমার পারফরমেন্স দেখে। আমি এই ম্যাচটি ওকে উৎসর্গ করতে চাই। আমি তার মুখে হাসি দেখতে চেয়েছিলাম। এটা তোমার জন্য। যখনই আমি বল হাতে ধরি, তোমার মুখ আমার মনে ভেসে ওঠে। আমি তোমার মুখে সুখ দেখতে চাই। আমরা সবাই তোমার সঙ্গে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *