নয়াদিল্লি, ৫ জুলাই | নিউজ ডেস্ক
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর বহু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে পলাতক ঘোষিত নীরব মোদীর ভাই নেহাল মোদীকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার, ৪ঠা জুলাই তাঁকে গ্রেফতার করে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই গ্রেফতারি ঘটেছে ভারতের দুই শীর্ষ তদন্তকারী সংস্থা—এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)-এর প্রত্যর্পণ আবেদনের ভিত্তিতে।
তদন্তকারীদের দাবি, পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর পেছনে আর্থিক জাল বিস্তারে অন্যতম কারিগর ছিলেন নেহাল মোদী। অভিযোগ, বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা, বিদেশে গোপন আর্থিক লেনদেন এবং প্রমাণ লোপাটে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি।
সূত্র অনুযায়ী, গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত সরকার। তদন্তে সহযোগিতা করতে এবং ভারতের মাটিতে তাঁকে এনে বিচারের মুখোমুখি করতে কেন্দ্র যথাযথ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে।
প্রসঙ্গত, নীরব মোদী এর আগেই যুক্তরাজ্যে গ্রেফতার হন এবং তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে। এবার ভাই নেহাল মোদীর গ্রেফতারিকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে PNB কেলেঙ্কারির বিস্তৃত চিত্র ও সেই জাল ছড়ানো আন্তর্জাতিক অর্থপাচার চক্র।