শান্তনু সেনের ডাক্তারির লাইসেন্স দুই বছরের জন্য সাসপেন্ড, আইনি লড়াইয়ের পথে প্রাক্তন সাংসদ

নিউজ ফ্রন্ট | কলকাতা:

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও পেশায় চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিযোগ, কাউন্সিলের অনুমতি না নিয়েই তিনি নিজের নামের পাশে একটি বিদেশি ডিগ্রি ‘FRC – পিগ্লাসগো’ ব্যবহার করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাঁকে নোটিশ পাঠায় কাউন্সিল এবং গতকাল ডেকে পাঠিয়েও জিজ্ঞাসাবাদ করে। এরপরই তাঁর চিকিৎসা-চর্চার লাইসেন্স দুই বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল।

তবে এই সিদ্ধান্তকে আইনসম্মত মানছেন না ডাঃ শান্তনু সেন। তাঁর দাবি, যেভাবে লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে, তা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে। তাই তিনি এবার হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। আদালতে মামলা দায়েরের অনুমতি মিলেছে এবং সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলেই জানা গিয়েছে।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শান্তনু সেন রাজনীতির ময়দানে বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছেন, এবার তাঁর পেশাগত পরিচয় নিয়েও তৈরি হল নতুন বিতর্ক। যদিও তাঁর ঘনিষ্ঠ মহল মনে করছে, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে হেয় করার একটি প্রচেষ্টা।

এখন দেখার, হাইকোর্ট এই ঘটনায় কী রায় দেয় এবং রাজ্য মেডিকেল কাউন্সিল তাদের সিদ্ধান্ত কতটা সঠিকভাবে প্রতিপন্ন করতে পারে। আপাতত চিকিৎসা-জগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *