কলকাতা, ৫ জুলাই:
দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত চার অভিযুক্তকে নিয়ে শুক্রবার ভোরে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তন ছাত্র এবং চুক্তিভিত্তিক কর্মী মনোজিৎ মিশ্র, বর্তমান ছাত্র প্রমিত মুখার্জি ও জাইব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর প্রায় ৪টা নাগাদ অভিযুক্তদের কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের বিভিন্ন অংশে – ছাত্র সংসদের ঘর, শৌচাগার এবং নিরাপত্তারক্ষীর কক্ষ – চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই পুনর্গঠন। প্রত্যেক অভিযুক্তকে নির্দেশ দেওয়া হয়, ২৫শে জুন যে সময়ে ও ভাবে তাঁরা নির্যাতন চালিয়েছিল, তা ঠিক কীভাবে হয়েছিল তা হুবহু প্রদর্শন করতে।
এদিনের পুনর্নির্মাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লালবাজার গোয়েন্দা বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছাত্রীর উপর লাগাতার অত্যাচার চলে, এবং ঘটনার মূল হোতা ছিলেন মনোজিৎ মিশ্র। বাকি দুই ছাত্র ও নিরাপত্তারক্ষী তাঁর সহায়তায় ছিল বলে অভিযোগ।
কলেজ চত্বরে কঠোর পুলিশি ঘেরাটোপের মধ্যে চলে এই পুরো প্রক্রিয়া। তদন্তের স্বার্থে গোটা কলেজের 3D ম্যাপিং করার কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। একজন আইপিএস আধিকারিক বলেন, “আমরা অভিযোগকারিণীর বয়ান, ফরেন্সিক তথ্য ও ঘটনাস্থলের পুনর্নির্মাণের প্রতিটি পর্যায় মিলিয়ে দেখব, যাতে তদন্তে কোনও ফাঁক না থাকে।”
ঘটনার মূল অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যেই ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই আদালতে তোলা হয়েছে, কারণ তাঁর রিমান্ড মেয়াদ ওইদিন পর্যন্ত ছিল।