টেলর সুইফট ও এড শিরানকে টপকে স্পোটিফাইয়ে সবচেয়ে বেশি ফলোয়ার তাঁরই
বিনোদন ডেস্ক | ৩০ জুন, ২০২৫:
“তুম হি হো” খ্যাত ভারতের জনপ্রিয় গায়ক মুর্শিদাবাদের অরিজিৎ সিং এবার বিশ্বসঙ্গীতের ইতিহাসে নজির গড়লেন। সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম Spotify-তে তিনিই এখন সবচেয়ে বেশি ফলোয়ার–সম্পন্ন শিল্পী। বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়ন-এ।
বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা টেলর সুইফট আছেন দ্বিতীয় স্থানে, যার ফলোয়ার সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। ব্রিটেনের এড শিরান, যিনি সম্প্রতি “Sapphire” নামে একটি ভারত-ভিত্তিক গান প্রকাশ করেছেন, রয়েছেন তৃতীয় স্থানে, ১২১ মিলিয়ন ফলোয়ার নিয়ে।
এই তথ্য প্রকাশ করেছে জনপ্রিয় মিউজিক ডেটা ট্র্যাকিং সংস্থা Chartmasters এবং Volt.fm, যারা শিল্পীদের স্ট্রিমিং পরিসংখ্যান, জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সাফল্য বিশ্লেষণ করে থাকে।
Spotify-র ফলোয়ার লিস্টে আরও কিছু ভারতীয় শিল্পীর নাম রয়েছে
এ. আর. রহমান: ১৪ নম্বরে (৬৫.৬ মিলিয়ন), প্রিতম: ২১ নম্বরে (৫৩.৪ মিলিয়ন), নেহা কাক্কার: ২৫ নম্বরে (৪৮.৫ মিলিয়ন)
এছাড়াও কিংবদন্তি লতা মঙ্গেশকর (২২ মিলিয়ন) এবং কিশোর কুমার (১৬ মিলিয়ন)-এর নামও তালিকায় রয়েছে যথাক্রমে ১০০তম ও ১৪৪তম স্থানে।
তবে শুধু ফলোয়ার নয়, মাসিক সক্রিয় শ্রোতার সংখ্যার নিরিখে কিন্তু তালিকা বদলে যায়।
অরিজিৎ সিংহ: ৪৭.৪ মিলিয়ন মাসিক শ্রোতা, টেলর সুইফট: ৮২.৩ মিলিয়ন, এড শিরান: ৯৮.৪ মিলিয়ন, বিলি আইলিশ: ৯৫.১ মিলিয়ন এবং দ্য উইকেন্ড: ১১২.২ মিলিয়ন।
এখানে লক্ষ্যণীয় যে, Spotify মাসিক শ্রোতার সংখ্যা দেখালেও ফলোয়ার সংখ্যার নির্দিষ্ট তথ্য নিজেরা প্রকাশ করে না। কিন্তু এই দুটি আলাদা মাত্রায় শিল্পীর জনপ্রিয়তাকে প্রকাশ করে।
মাত্র ৩৮ বছর বয়সী অরিজিৎ সিং ২০০৫ সালে ‘Fame Gurukul’ নামক রিয়ালিটি শো-তে প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গানের মাধ্যমে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছান তিনি। এরপর থেকে “চন্না মেরেয়া”, “ফির লে আয়া দিল”, “রাবতা”, “অ্যায় দিল হ্যায় মুশকিল”, “কেসারিয়া”-র মতো একের পর এক হিট গান উপহার দিয়ে অরিজিৎ হয়ে উঠেছেন প্রেম, বিরহ কিংবা আনন্দ–সব অনুভবের একমাত্র সঙ্গীত সঙ্গী।