নিউজ ফ্রন্ট, ০৩ জুলাইঃ ভবানী গ্রূপ, কলকাতার রিয়েল স্টেট্ মার্কেটে একটি পরিচিত মুখ। আর এদিন কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেলো ভবানী গ্রুপের জমকালো সেলিব্রেশন। সেখানে হাজির অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। যিনি তার সদ্য মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা একেন বাবু অভিনয় করে সেই নামেই পরিচিত। এদিন প্রদীপ উজ্জ্বল করে অনুষ্ঠানের সূচনা হয় ছিলেন ভবানী গ্রুপের অধিকারিকরা। ভবানী গ্রুপের আগামী দিনের টার্গেটের কথাও জানালেন তারা। অনির্বাণ চক্রবর্তী জানালেন, সত্যিই খুব ভালো লাগছে। ওদের কর্মকাণ্ড আরও ছড়িয়ে পড়ুক আগামী দিনের শুভেচ্ছা রইল।
