গাইঘাটা, ৩ জুলাই: ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার যুবকের নাম অঙ্কিত ঘোষ, বাড়ি শিমূলপুর চৌরঙ্গী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে অঙ্কিত কনস্টেবলের পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াত। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পুলিশের ইউনিফর্ম পরা ছবি পোস্ট করত সে। এই বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
গ্রেফতারের পর অঙ্কিতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক পুলিশের পোশাক, নেম প্লেট এবং বিভিন্ন ভুয়ো নথিপত্র। এই সব সরঞ্জাম ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল বলে পুলিশের অভিযোগ।
তদন্তে আরও জানা গিয়েছে, অঙ্কিত তার পরিবারকে জানিয়েছিল যে সে বিকাশ ভবনে কাজ করে। পরিবারের সদস্যরাও তার এই কথা বিশ্বাস করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে বিকাশ ভবনের কোনও সম্পর্ক ছিল না বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভুয়ো পরিচয় দেওয়া এবং সরকারি পোশাক অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে অঙ্কিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।