নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৯ জুন: স্কুল পড়ুয়াদের মধ্যে ফুটবলের প্রসার ঘটাতে এক বড় উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল ফর স্কুলস (এফ৪এস) উদ্যোগের অধীনে ফিফা ফুটবল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রণালয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর যৌথ প্রচেষ্টায় কলকাতা জেলার ৩৪৯টি স্কুলে ২,৪৮৭টি ফুটবল বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ২১টি কেন্দ্রীয় বিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সর্বমোট রাজ্যজুড়ে ৮৮,১১৩টি ফুটবল বিতরণ করা হবে, যার ফলে আনুমানিক ১৫ থেকে ১৬ লক্ষ শিশু উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বলেন, এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং শারীরিক সুস্থতা বৃদ্ধিতে সাহায্য করবে।
প্রতীকী অঙ্গভঙ্গিতে মন্ত্রী অনুষ্ঠানস্থলে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের সূচনা করেন। তিনি বলেন, এমনকি একটি মাত্র ফুটবলও ছোট স্কুলের ছাত্রছাত্রীদের এই খেলা গ্রহণ করতে এবং খেলার প্রতি আজীবন অনুরাগ তৈরি করতে অনুপ্রাণিত করতে পারে।

দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ভারত জুড়ে স্কুলগুলিতে প্রায় ১০ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। ফিফার নেতৃত্বে বিশ্বব্যাপী পরিচালিত এই এফ৪এস কর্মসূচি স্কুল-ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ফুটবলকে সহজলভ্য করার উপর জোর দেয়।
ভারতে এই কর্মসূচি স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ (ডিওএসইএল) দ্বারা এআইএফএফ এবং ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (এসএআই)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ফিফা ভারত এবং অন্যান্য ১২৯টি দেশের স্কুলগুলিতে ফুটবল সরবরাহ করছে।
অনুষ্ঠানে উত্তর-পূর্ব অঞ্চলের শিক্ষা ও উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার; বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর; শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব শ্রী সঞ্জয় কুমার; ডিওএসইএল-এর যুগ্ম-সচিব শ্রীমতী অর্চনা শর্মা অবস্থি সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। স্কুলের ক্রীড়া অধিনায়করা (ছেলে এবং মেয়ে) অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন।