দামোদরের নিম্ন অববাহিকায় কমলা সতর্কতা জারি, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন
নিউজ ফ্রন্ট, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে ৮২ হাজার ৯৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। তবে সন্ধ্যায় পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার পরিমাণ কমানোয় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আর বাড়বে না বলে আশা করা হচ্ছে।
দামোদর নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। সেচ দপ্তরের তরফ থেকে দামোদরের নিম্ন অববাহিকায় ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই পরিস্থিতিতে নদীর পাড়বর্তী এলাকাগুলিতে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলাশাসক আয়েশারানী এ, পুলিশ সুপার সায়ক দাস সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে জেলাশাসক জানান, “ভাঙা সুইস গেট এবং বাঁধের মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রশাসনিক সূত্রে জানা গেছে, উজানে বৃষ্টিপাতের পরিমাণ এবং ড্যাম থেকে জল ছাড়ার পরিস্থিতির উপর নির্ভর করছে আগামী কয়েকদিনের পরিস্থিতি। তবে বর্তমানে পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমানোয় কিছুটা স্বস্তি মিলেছে।
নদীর পাড়বর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।