পাটনাগামী ট্রেন থেকে উদ্ধার, আটক ২; পরিবারকে ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলা হয়েছিল
শিলিগুড়ি, ২২ জুলাই ২০২৫: শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক চাঞ্চল্যকর ঘটনায় ৫৬ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে নিউ জলপাইগুড়ির জিআরপি (Government Railway Police) এবং আরপিএফ (Railway Protection Force) যৌথভাবে তল্লাশি চালিয়ে তাঁদের উদ্ধার করে। অভিযোগ উঠেছে, আইফোন কোম্পানিতে কাজের লোভ দেখিয়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ডুয়ার্স অঞ্চলের এই যুবতীদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও তাঁদের পরিবারকে জানানো হয়েছিল যে তাঁদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাত ন’টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি এবং আরপিএফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবতীরা জানায় যে, কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা নামে দুজন ব্যক্তি তাদের নিয়ে যাচ্ছিলেন।
যুবতীদের বয়ানের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে নিউ জলপাইগুড়ি স্টেশনেই জিতেন্দ্র পাশওয়ান এবং চন্দ্রিকাকে আটক করা হয়। বর্তমানে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত আরও কারা আছে এবং এর পেছনের মূল উদ্দেশ্য কী, তা জানতে তদন্ত শুরু করেছে। এই ঘটনা উত্তরবঙ্গের গ্রামীণ এলাকা থেকে কাজের প্রলোভন দেখিয়ে যুবতীদের পাচারের একটি বড় চক্রের ইঙ্গিত দিচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, এটি একটি মানব পাচারের ছক হতে পারে, যেখানে চাকরির প্রলোভন দেখিয়ে যুবতীদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া যুবতীদের সোমবার রাতেই তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে।