নিউজ ফ্রন্ট | কলকাতা | ৮ জুলাই, ২০২৫
অসমের ‘ফরেনার্স ট্রাইবুনাল’-এর পাঠানো NRC নোটিশে রাজ্যের উত্তেজনা চরমে। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাঁকে ‘বিদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে। আর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন:
“আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি। একজন রাজবংশী, যিনি আমাদের রাজ্যের নাগরিক এবং যাঁর বৈধ পরিচয়পত্র রয়েছে, তাঁকে NRC নোটিশ পাঠানো গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছুই নয়।”
তিনি আরও বলেন, এটা স্পষ্টতই অসমের বিজেপি সরকারের একটি চক্রান্ত, যা পশ্চিমবঙ্গে NRC চাপিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয়। মমতার অভিযোগ— বিজেপি প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে, বিভাজনের রাজনীতি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।
মুখ্যমন্ত্রী আরও লেখেন:
“এই অসাংবিধানিক আগ্রাসন বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্র। গণতন্ত্র, পরিচয় এবং মানবিক অধিকারের বিরুদ্ধে চরম আক্রমণ চলছে। বাংলা চুপ করে থাকবে না।”
উল্লেখ্য যে, উত্তম কুমার ব্রজবাসী ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে অসম সীমান্ত হয়ে ভারতে আসেন। তবে সেই সময় তাঁর কাছে বৈধ কাগজপত্র ছিল না। ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে অসম সরকার মামলা দায়ের করে এবং সেই মামলার ভিত্তিতেই তাঁকে সম্প্রতি ফরেনার্স ট্রাইবুনালের নোটিশ পাঠানো হয়েছে।