নিউজ ফ্রন্ট ডেস্ক | সিকিম | ২ জুন, ২০২৫
সিকিমের উত্তরের চাটেন এলাকায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু হল তিন ভারতীয় সেনা জওয়ানের। পাশাপাশি নিখোঁজ আরও ছয়জন সেনা সদস্য। গতকাল সন্ধ্যায় প্রবল বৃষ্টির জেরে সেনার একটি ক্যাম্পে ধস নামলে প্রাণ হারান হাবিলদার লখবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনীশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখাড়া।
ধস নামার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে সেনা। এখনও পর্যন্ত চারজন আহত সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি নিখোঁজ ছয়জনের সন্ধানে তীব্র প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির মধ্যেও উদ্ধারকাজ চলছে দিনরাত।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে—“অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও সেনার জওয়ানরা যেভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, তা প্রশংসনীয়। শহিদ সেনাদের পরিবারকে সমস্তরকম সহায়তা ও মানসিক সমর্থন দেওয়া হচ্ছে।”
উল্লেখযোগ্যভাবে, লাচুং থেকে ১৬৭৮ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে যৌথ উদ্ধার অভিযানে। সেনাবাহিনী, প্রশাসন, আইটিবিপি, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পর্যটকদের গ্যাংটক পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনও লাচেন এলাকায় প্রায় ১৫০ জন পর্যটক আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের উদ্ধার করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সিভিল ডিফেন্স বাহিনী।

গত ২৯ মে, উত্তর সিকিমে আচমকা মেঘভাঙা বৃষ্টি ও প্রবল বর্ষণের কারণে লাচেন, লাচুং, জিরো পয়েন্ট সহ একাধিক পর্যটনস্থানে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতুগুলির মধ্যে রয়েছে: ডিকচু–সানক্লাং–শিপগিয়ার রোড, চুংথাং–লাচেন–জিমা রোড, চুংথাং–লাচুং রোড
বিশেষ উদ্বেগের বিষয় হলো, মিনসিথাং ও জিমায় দুইটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ভেসে গিয়েছে, যার ফলে লাচেনের উত্তর ও দক্ষিণ ভাগের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, লাচেন এলাকায় রাস্তা ও সেতু পুনর্গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার ও মেরামতির কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।