শ্রীনগরে এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত, ‘অপারেশন মহাদেব’ এখনও জারি

নিউজ ফ্রন্ট | শ্রীনগর | ২৮ জুলাই, ২০২৫

শ্রীনগরের হারওয়ান এলাকার লিদওয়াস বনাঞ্চলে এক তীব্র এনকাউন্টারে তিন জঙ্গি নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। ‘অপারেশন মহাদেব’ নামক এই সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। অভিযানে নিহত জঙ্গিদের সঙ্গে পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ডের যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে।

শনিবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর যৌথবাহিনী লিদওয়াসের ঘন বনভূমিতে একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে। তল্লাশির মাঝেই জঙ্গিদের গুলিবর্ষণ শুরু হলে, দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় ঘটে। দীর্ঘক্ষণ চলা এনকাউন্টারে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। সেনার চিনার কর্পস এক্স হ্যান্ডলে জানিয়েছে, “অপারেশন মহাদেব – লিদওয়াস এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে, অভিযান এখনও জারি।”

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গিরা বিদেশি এবং পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই তিনজনই ২২ এপ্রিল পহেলগামে পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত ছিল। পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।”

প্রসঙ্গত, পহেলগামের বাইসারান উপত্যকায় গত ২২ এপ্রিল এক মর্মান্তিক হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা নিহত হন। সেই হামলার পর কেন্দ্র সরকার সীমান্তপারের ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। আজকের এই এনকাউন্টারকে সেই ঘটনারই প্রত্যুত্তর হিসেবে দেখা হচ্ছে।

এই বনাঞ্চল অত্যন্ত দুর্গম এবং জঙ্গিদের লুকিয়ে থাকার আদর্শ স্থান হওয়ায় নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনীর মতে, এই সফল অভিযান কাশ্মীরে সন্ত্রাস দমনে একটি বড় অগ্রগতি এবং উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিহতদের পরিচয় এবং তাদের সঙ্গে পহেলগাম হামলার সরাসরি যোগসূত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে আনুষ্ঠানিক বিবৃতি জারি করবে প্রশাসন। আপাতত এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোটা অঞ্চল নজরদারিতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *