নিউজ ফ্রন্ট, লালগোলা:
রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশী নাগরিক। মুর্শিদাবাদের লালগোলার চাটাইডুবি এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ তিনজন বাংলাদেশীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় বলে পুলিশ জানায়। পুলিস সূত্রে জানা গিয়েছে,ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধারকার্ড। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান ধৃতদের মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গ্রেফতার বাংলাদেশী
One thought on “গ্রেফতার বাংলাদেশী”
-
Pingback: সীমান্তে সতর্ক পুলিশ, রানিনগরে ধৃত ৬ বাংলাদেশি! -