নিউজ ফ্রন্ট, শ্রীনগর, ১৪ অক্টোবর:
কাশ্মীরের উত্তর সীমান্তে ফের বড়সড় জঙ্গি দমন অভিযান। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে খবর, লাইন অফ কন্ট্রোল (LoC) বরাবর অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা, সেই সময় সতর্ক প্রহরীরা তাদের দেখতে পান এবং সংঘর্ষ শুরু হয়।
সেনার চীনার কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ‘অপারেশন অমর’ নামে এই অভিযান শুরু হয়েছিল সোমবার রাতে। সেনা ও পুলিশের যৌথ দল এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে। সেনা জওয়ানরা জঙ্গিদের চ্যালেঞ্জ করলে তারা অন্ধাধুন্ধ গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে ভারতীয় বাহিনীর সঠিক নিশানায় দুই জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়। অভিযানের শেষে এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। সেনার প্রাথমিক ধারণা, নিহত জঙ্গিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) থেকে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
ভারতীয় সেনার মুখপাত্র বলেন, “অপারেশন অমর ছিল একটি নির্ভুল ও দ্রুত পদক্ষেপ। গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমাদের বাহিনী সতর্ক ছিল এবং সময়মতো প্রতিক্রিয়া জানিয়ে অনুপ্রবেশ রুখে দেয়।” অভিযান শেষ না হলেও এলাকায় এখনও কম্বিং অপারেশন চলছে যাতে কোনও জঙ্গি বা সহযোগী লুকিয়ে থাকতে না পারে। পুরো অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেনার এই সাফল্যে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে প্রতিরক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে।