দু’মাসে উধাও ১২ লক্ষ! গৃহকর্মীর স্বীকারোক্তিতে ফাঁস হলো টাকা চুরি কাণ্ড

বহুদিন ধরে টাকা উধাও হচ্ছিল, সন্দেহের তীর ছিল ঘরের ভেতরেই। শেষমেশ প্রমাণ মিলল – নাটকীয় তদন্তের পর উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার বান্ডিল।

২৯ মে ২০২৫ তারিখে বহরমপুর শহরের বাসিন্দা প্রণব কুমার নাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি জানান, গত দু’মাস ধরে তাঁর বাড়ি থেকে প্রায় ১০–১২ লক্ষ টাকা নিখোঁজ হয়ে যাচ্ছে। এই ঘটনার জন্য তিনি দৃঢ়ভাবে সন্দেহ প্রকাশ করেন যে, তাঁর বাড়ির গৃহকর্মী এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

উদ্ধার হওয়া টাকা

অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় ২৯ তারিখে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ তদন্তে নেমে বহরমপুর টাউনের সোমা সূত্রধর নামে অভিযুক্ত গৃহকর্মীকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তাঁর বাসায় হানা দেয় এবং ৯.৮ লক্ষ টাকা নগদ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হবে।
প্রশাসনের তৎপরতায় আবারও প্রমাণিত, আইনের চোখ ফাঁকি দেওয়া কঠিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *